ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বজ্রপাতে পীরগঞ্জে পাঁচ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১১ অক্টোবর ২০২২

বজ্রপাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইটভাটার পাঁচ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন গাইবান্ধা জেলার সাদল্লাহপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২২), একই উপজেলার চকনদি গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আলামিনের ছেলে শাহাদত মিয়া (২২) ও আয়নাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।

কাবিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, বজ্রপাতে নিহত সবাই গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা। নিহত আব্দুল জলিল মিয়া ইট ভাটায় ঘাস কাটছিলেন। বাকিরা ইট পরিবহনের জন্য মাহেন্দ্র ট্রলিতে ইট ভর্তি করছিলেন। এ বজ্রপাতে ঘটনাস্থলেই সবাই নিহত হন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি