ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সাংবাদিক পরিচয় দিতেই আরও বেশি মারধর!

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২০:৫৬, ১১ অক্টোবর ২০২২

আহত শরিফ হাসান

আহত শরিফ হাসান

ঢাকার দোহারে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলার জয়পাড়া কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিকের নাম শরীফ হাসান। তিনি দৈনিক আজকের পত্রিকার দোহার প্রতিনিধি হিসেবে কর্মরত।

আহত শরিফ হাসান বলেন, জয়পাড়া কলেজে ছাত্রলীগের ছেলেরা একটি ছেলেকে মারধর করছে- এই সংবাদ পেয়ে আমি সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই এবং ঐ ঘটনা আমার মুঠোফোনে ধারণা করার চেষ্টা করি। তখন জয়পাড়া কলেজ ছাএলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্ত আমার মুঠোফোন ছিনিয়ে নেয়। তার নির্দেশে অর্পণ পাল, অনিক ফারহান, জিসান আহমেদ ও ঈশান আহমেদ সহ আরো অনেকজন মিলে আমাকে মারধর করে। আমি তাদেরকে বারবার সাংবাদিক পরিচয় দেয়ার পর আরো বেশি মারধর করে। 

এ বিষয়ে দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি বলেন, এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুষ্ঠু বিচার না হলে মানববন্ধন করবে দোহার প্রেসক্লাব।

দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি