ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৮, ১২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে হঠাৎ বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সদর হাসপাতাল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হয়েছে ডেঙ্গু রোগী।

রাজবাড়ী সদর হাসপাতালে মঙ্গলবার সকালে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ৮ জন। তাদের মধ্যে একজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেক রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বাকি ৬ জন ভর্তি রয়েছে হাসাপাতালে।

এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগী রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। 

এছাড়া কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ভর্তি রয়েছেন। আর বালিয়াকান্দি হাসপাতালে ২ জন রোগী ভর্তি ছিলেন। তারা সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন।

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অমল কুমার দাস বলেন, কয়েক দিন ধরে জ্বর ছিল। সোমবার হাসপাতালে আসার পর পরীক্ষায় ডেঙ্গু ধরা পরেছে। কখনো ঢাকায় যায়নি। কিভাবে আক্রান্ত হলাম বুঝতে পারিনি।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোগী আসছে। হাসপাতালে তাদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এখন পর্যন্ত কোন রোগী ক্রিটিক্যাল সিচুয়েশনে যায়নি। তবে সবাইকে ডেঙ্গু নিয়ে সচেতন থাকতে হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি