রোহিঙ্গা নেতা মোহাম্মদ হোসেন গুলিবিদ্ধ
প্রকাশিত : ১১:৪৭, ১২ অক্টোবর ২০২২
কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা মোহাম্মদ হোসেন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত হোসেন উখিয়ার ক্যাম্প-৯ এর আই-১ ব্লকের হেড মাঝির দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৯টায় বালুখালীর ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, একদল দুর্বৃত্ত ক্যাম্পে ঢুকে হোসেন মাঝিকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
রাত ৯টার দিকে মোহাম্মদ হোসেন স্বেচ্ছায় পাহারাকর্মীর সঙ্গে আলাপ করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে।
পরে ঘটনাস্থল থেকে মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) স্থানীয় হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে এপিবিএন’র অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ফারুক আহমেদ।
এএইচ
আরও পড়ুন