ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিএনজির ওপর উঠে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৬, ১২ অক্টোবর ২০২২ | আপডেট: ১৩:০৩, ১২ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা সিএনজির উপর উঠে গেলে ২ যাত্রী নিহত হয়েছেন।

বুধবার সকাল নয়টার দিকে উপজেলার পাল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে থানার ভূলতা ফাঁড়ির পরিদর্শক ফারুক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পালা মোড় থেকে আড়াইহাজারে  দুই যাত্রী তুলতে অপেক্ষা করছিলো সিএনজিটি। ওই সময় বাধন পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির উপরে তুলে দেয়। 

এসময় ঘটনাস্থলেই নিহত হন সিএনজির ভেতরে থাকা দুই যাত্রী।

নিহতদের মধ্যে নাছির (১৭) সরকারি কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। অন্য যুবকের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার অর্মিত সূত্র ধর জানান, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি কলেজে ছাত্র। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। 

নিহতদের মরদেহ উদ্ধার করে ভুলতা ফঁড়িতে নেয়া হয়েছে৷ বাসটি জব্দ করা হয়েছে তবে পালিয়ে গেছে চালক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি