ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পানির ড্রামে ডুবে শিশুর মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪৮, ১২ অক্টোবর ২০২২

ঢাকার দোহারে পানির ড্রামে পড়ে ইব্রাহিম নামক দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার সকালে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম আন্তা গ্রামের মো. শাহজাহানের ছেলে।

নিহত শিশুর পিতা জানান, বুধবার সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো। এমন সময় তার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তখন ছেলে ইব্রাহিম ড্রামে থাকা পানি নিয়ে খেলার সময় ড্রামের ভেতর পড়ে যায়। কিছুক্ষণ পর ইব্রাহিমকে ড্রামের ভেতর ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা চিৎকার করলে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ সময় হাসপাতালে স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিলা তাবাসসুম শীথিল জানান, শিশুটি হাসপাতালে আনার প্রায় আধ ঘন্টা আগেই মারা যায়। পরে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি