ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগী

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ১২ অক্টোবর ২০২২

ওয়ার্ডে স্থান সংকুলান হওয়ায় বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা

ওয়ার্ডে স্থান সংকুলান হওয়ায় বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগী। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩০ জন নতুন রোগী। এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন ১৪৫ জন। বর্তমানে ভর্তি আছে ৬৩ জন। 

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বহিঃবিভাগে চিকিৎসা নিয়েছেন শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী। 

ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান হওয়ায় ওয়ার্ডের বাইরে বারান্দায় থেকে চিকিৎসা নিতে দেখা গেছে আক্রান্ত রোগীদের। জনবল সংকট হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

তবে স্যালাইন ও ওষুধ পথ্যের কোন কমতি নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে গিয়ে দেখা যায়, রোগী ও স্বজনদের উপচে পড়া ভিড়। সেখানে ওয়ার্ডে শয্যা সংখ্যা সীমিত হওয়ায় ওয়ার্ডে জায়গা না থাকায় বেশিরভাগ রোগী বারান্দায় থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। চিকিৎসক ও সেবিকাদের ব্যস্ত থাকতে দেখা যায়। রোগী বেশি হলেও সেবিকারা হাসি মুখে সেবা দিচ্ছেন রোগীদের।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. আবুল হোসেন বলেন, খাবারের কারণে বেশিরভাগ রোগী ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। 

পরামর্শ দিয়ে তিনি বলেন, বাসি খাবার বর্জন করতে হবে। খাবার আগে সাবান দিয়ে দুই হাত ভালো করে ধুয়ে নিতে হবে। বাজারের খোলা স্থানে রাখা খাবার থেকে বিরত থাকতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে। ডায়রিয়ায় আক্রান্ত হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে হবে। তারপরও প্রয়োজন হলে সদর হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাত্হে আকরাম বলেন, বর্তমানে সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। জনবল সংকট হলেও চিকিৎসক ও সেবিকারা আক্রান্ত ব্যক্তিদের হাসিমুখে সেবা দিচ্ছেন। 

পর্যাপ্ত পরিমাণ স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুদ আছে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি