ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভাগ্নের রডের আঘাতে মামা খুন, আটক ২

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০, ১৩ অক্টোবর ২০২২

বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধের জেরে নাটোরের সিংড়ায় ভাগ্নের রডের আঘাতে মামা খুন হয়েছেন। এ ঘটনায় ভাগ্নে ছাত্রলীগের নেতা আশরাফুল ইসলামসহ দু’জনকে আটক করেছে পুলিশ

বুধবার সন্ধ্যায় উপজেলার নীলচড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি শেরকোল ইউনিয়নের নীলচড়া গ্রামের মৃত দবির শেখের ছেলে ছকির শেখ (৫৫)। তিনি পেশায় একজন কৃষক। এসময় আব্দুর রহিম নামের একজন গুরুত্বর আহত হয়েছে। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই ঘটনার মূলহতা ভাগ্নে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটক অন্যজন হলেন নিহতের বোন জামাই (ভগ্নিপতি) বরকত আলী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে বসত বাড়ির সামান্য জায়গা নিয়ে মামা-ভাগ্নের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার বাদ মাগরিব মামা ও ভাগ্নের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাগ্নের রডের আঘাতে ঘটনাস্থলে মামার মৃত্যু হয়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ভাগ্নে আশরাফুল ইসলামসহ দু’জনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি