ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নিখোঁজের ৪ দিন পর খালে মিললো কৃষকের মরদেহ, যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২১, ১৩ অক্টোবর ২০২২

নিখোঁজের চার দিন পর খাল থেকে অর্ধগলিত কৃষকের মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা ও রায়গঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে শাকিল আহম্মেদ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সলঙ্গা থানার ঘুড়কা কুণ্ডুপাড়া এলাকার খাল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত কৃষক সাইফুল ইমলাম রায়গঞ্জ উপজেলার জয়ান পুর গ্রামের মৃত আছের আলীর ছেলে। 

এ ঘটনায় জড়িত সন্দেহে রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামের আবু বক্কারের ছেলে শাকিল আহম্মেদ (২৮) আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সাইফুল ইসলাম নিখোঁজ হওয়ায় তার পরিবার থানায় জিডি করে। বুধবার রাতে সন্দেহমূলকভাবে শাকিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার ঘটনা স্বীকার করেছে। পরে তার তথ্যমত সলঙ্গা থানার ঘুড়কা কুণ্ডুপাড়া এলাকার খাল থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো ও মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি