ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সৈকতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৮, ১৪ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে তাহসিন (১৬) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এসময় আরও একজনকে উদ্ধার করেছে লাইফগার্ডও বিচ কর্মীরা।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে সৈকতে গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হন তাহসিন।

নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী তাহসিন (১৬) কুমিল্লা জেলার মোগদাও এলাকার কাশেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। এসময় মো: ফয়সাল নামের আরও একজনকে উদ্ধার করা হয়। সে একই মাদ্রাসার শিক্ষার্থী আবুল হোসেনের ছেলে। কুমিল্লা থেকে চার বন্ধু মিলে সকালে কক্সবাজারে বেড়াতে আসেন।

সুগন্ধা পয়েন্টে দায়িত্বরত বিচকর্মী বেলাল হোসেন জানান, শুক্রবার সকালে কুমিল্লা থেকে চার বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে সরাসরি সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পড়ে। সকাল আটটার দিকে চার বন্ধুর দুই জন ফয়সাল ও তাহসিন গোসল করার এক পর্যায়ে সাগরের ঢেউয়ে ভেসে যায়। এসময় সৈকতে কর্মরত সি সেইফ লাইফ গার্ড ও বিচ কর্মীরা ফয়সালকে উদ্ধার করে। অপর বন্ধু তাহসিন সাগরে ভেসে গিয়ে এখনো নিখোঁজ রয়েছে।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজান উজ জামান জানান, নিখোঁজ তাহসিনকে উদ্ধারে সি সেইফ লাইফ গার্ড বীচ কর্মী ও ট্যুরিস্ট পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। কুমিল্লা থেকে বেড়াতে আসা এই চার বন্ধুর মধ্যে একজন পালিয়ে গেছে। দুই জন ট্যুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছে। 

তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তারা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি