ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে সুপেয় পানির সংকটে স্বাস্থ্য ঝুঁকিতে লাখো মানুষ (ভিডিও)

রত্না জামান

প্রকাশিত : ১৪:০৮, ১৪ অক্টোবর ২০২২

সুপেয় পানির সংকটে খাল-বিলের লবণাক্ত পানি পান করে স্বাস্থ্য ঝুঁকিতে বাগেরহাটের উপকূল অঞ্চলের কয়েক লাখ মানুষ। গভীর নলকূপ এবং মিঠা পানির উৎস না থাকায় লবণ পানির উপর নির্ভর করতে হয় তাদের। এতে তারা ভুগছেন ডায়রিয়াসহ পানিবাহীত নানা রোগে।

নদী ও খালের লবণাক্ত পানি ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় কাজ সারেন সেখানকার মোরেলগঞ্জের বাসিন্দারা। 

তিনদিকে নদী বেষ্টিত মোরেলগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের বাধ্য হয়েই ব্যবহার করতে হয় লবণাক্ত পানি। ভূগর্ভের পানিতে লবনের পরিমান বেশি থাকায় গভীর নলকূপ স্থাপন হয় না। নেই যথেষ্ট মিঠা পানির পুকুরও। এই পানি ব্যবহারে তারা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। 

সুপেয় পানি সংরক্ষণে পুকুর খনন ও পানির ট্যাংকি স্থাপনের দাবি করে আসছেন ভুক্তভোগীরা। 
 
সুপেয় পানির চাহিদা মেটাতে নানা পরিকল্পনার কথা জনালো জনস্বাস্থ্য অধিদপ্তর।

বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক বলেন, জেলা পরিষদের পুকুর সহ অন্যান্য সরকারী যত পুকুর রয়েছে সেগুলো পুনরায় খনন করে সেখানে সোলার পিএসএপ স্থাপনের মাধ্যমে আমরা সুপেয় পানির চাহিদা মেটাতে পারবো বলে আশাবাদী।

এছাড়াও মেরেলগঞ্জসহ বাগেরহাটের শরনখোলা, মোংলা, রামপাল ও সদরের ৫ উপজেলার ৪ লাখ মানুষ সুপেয় পানির সংকটে ভুগছেন।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি