ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শীতলক্ষ্যায় নৌকা ডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৬, ১৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে খেয়া পারাপারের ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিনজনের জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার রাত দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। 

নিহতরা হলেন নগরীর খাঁনপুর বাজার এলাকার কিশোর মো. শাওন, শাহ পরান ও মো. রিফাত। 

নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নৌ-পুলিশ উপপরিদর্শক ফোরকান মিয়া জানান, তারা ১০ থেকে ১২ জন মিলে নবীগঞ্জ এলাকার একটি মেলায় ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে নদী পার হতে একটি ইঞ্জিত চালিত নৌকায় উঠেন। তারা নৌকার সামনে বসেছিলেন। এক পর্যায়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। 

তিনি আরও জানান, অন্যরা সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন ওই তিনজন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ জানান, নিখোঁজ তিনজনের মরহেদ উদ্ধার করা হয়েছে। আর কেউ নিখোঁজ না থাকায় উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি