ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫ কেজি স্বর্ণ ফেলে নদীতে ঝাপ পাচারকারীর

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৩, ১৫ অক্টোবর ২০২২

উদ্ধারকৃত ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিস স্বর্ণের বার

উদ্ধারকৃত ৫ কেজি ১৪ গ্রাম ওজনের ৪৩ পিস স্বর্ণের বার

Ekushey Television Ltd.

যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৪৩টি স্বর্ণের বার (৫ কেজি ১৪ গ্রাম) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পাচারকারীরা বিজিবি সদস্যদের দেখে স্বর্ণের বার ফেলে পাশ্ববর্তী ইছামতি নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। 

শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯টার সময় শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে স্বর্ণের এ চালানটি আটক করা হয়। 

খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, শার্শার অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উত্তর অগ্রভুলোটের নদীর পাড়ে অবস্থান নেয়। কিছু সময় পর তিনজন ব্যক্তি টহল দলের নিকটবর্তী হলে বিজিবি তাদেরকে থামতে বললে তারা স্বর্ণের ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাপ দেয়।

এ সময় ব্যাগের ভেতর তল্লাশি করে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের মোট ৪৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৫৩৪ টাকা। 

পলাতক পাচারকারীদের আটকের চেষ্টা চলছে। চোরাচালান প্রতিরোধে খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সর্বদা তৎপরতা রয়েছে বলে তিনি জানান।
 
প্রসঙ্গত, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১৩টি অভিযানে ১৫ জন আসামিসহ ২৮ কেজি ৮৮৫ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৭৩ লাখ ৬১ হাজার ৫৩৪ টাকা। এর মধ্যে আগস্ট মাসে ৪টি, সেপ্টেম্বর মাসে ৬টি ও চলতি অক্টোবর মাসে একটি স্বর্ণের চালান আটক করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি