ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল ৪ জনের

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩২, ১৫ অক্টোবর ২০২২ | আপডেট: ১০:৫৮, ১৫ অক্টোবর ২০২২

ঢাকা-ময়মনসিংহ সড়কের গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাস চাপায় মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। 

শনিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। বাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ মালেক খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতদহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

নিহতরা হলেন ভ্যান চালক বোরহান, মাছ ব্যবসায়ী ইউনুছ, পথচারী সোহরাব ও অজ্ঞাতনামা আরও এক ব্যক্তি। 

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় রাস্তার পাশে বলাকা পরিবহনের একটি বাস পার্কিং করে মেরামতের কাজ করছিল। তার পেছনে অটোভ্যানযোগে মাছ বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। এসময় ময়মনসিংহগামী বসুমতী পরিবহনের একটি বাস ভ্যানটিতে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক, মাছ ব্যবসায়ী, পথচারীসহ ৪ জন মারা যান। 

এছাড়া আহত হয়েছেন আরও একজন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

বাসটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে চালক।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি