যমুনায় মা-ইলিশ ধরায় ১৯ জেলের কারাদণ্ড
প্রকাশিত : ১৫:৪৭, ১৫ অক্টোবর ২০২২
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ ধরার অপরাধে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করেছে ভাম্যমান আদালত। পরে তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শনিবার দিনব্যাপী এ অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ আফসানা ইয়াসমিন এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন এনায়েতপুর থানার স্থল চরের শাহাদত হোসেন (৫৫), মুছা মিয়া (২২), লাঙ্গনমুরা চরের বালিয়াপাড়ার হাসান আলী (১৮), পারভেজ (২২), দরশিকার সোলেমান হোসেন (৩৫), সবুর হোসেন (১৮), চালুহারার মোকাদ্দেস আলী (৪০), চালুহারার জুয়েল খাঁ (২৫), চাঁনপুরের আমির হোসেন (৩০), দিলুয়ার আশরাফুল ইসলাম (২৫), চৌহালীর চর বাউসার আওয়াল মন্ডল (৩৫), দত্তকান্তির বাবু মিয়া (৪০), সবুর হোসেন (২৪), হাফিজুল ইসলাম (২০), হাফানিয়ার ইয়াকুব আলী (৪০), ব্রিদাশুরিয়ার আবুল হোসেন (৫০), টাঙ্গাইলের নাগরপুরের শাহাজানীর আলী আকবার (৪০), সেলিম হোসেন (৩০) ও আটাপাড়ার মনিরুল ইসলাম (৩৫)।
অভিযানে মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ উপ-পরিচালক মো: আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা সিরাজগঞ্জ মোঃ শাহীনূর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলামসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে জব্দ করা ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট ও জব্দকৃত ১৩ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানের এক পর্যায়ে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক কেন্দ্রীয় মনিটরিং সেলের সদস্যদের নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এএইচ
আরও পড়ুন