ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে ছুরিকাঘাতে রোহিঙ্গা নেতা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১৫ অক্টোবর ২০২২

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক নেতা নিহত হয়েছে। এ ছাড়া আরেকজন গুরুতর জখম হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ১৮-১৯ ক্যাম্পের হেড মাঝি, অপরজন সাব মাঝি।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

তিনি জানান, ছুরিকাঘাতে রোহিঙ্গা এক নেতা নিহত ও আরেকজন গুরুতর জখম হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি