ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে রেলের অস্থায়ী কর্মচারীদের ধর্মঘট, দুর্ভোগ যাত্রীদের

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৪, ১৬ অক্টোবর ২০২২ | আপডেট: ১০:৫৬, ১৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে নাটোরে রেলের ৩য় শ্রেণীর অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। এতে যাত্রীদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।

রোববার সকাল থেকে নাটোর স্টেশনে কর্মরত রেলের ৩য় শ্রেণীর অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা তাদের অস্থায়ী পদ থেকে স্থায়ীকরণ এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে পুর্বের ন্যায় ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ৮ম শ্রেণী পাস রাখাসহ ৬ দফা দাবিতে এই কর্মবিরতি শুরু করে। 

কর্মবিরতি শুরু করার পর রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশনে আটকা পড়ে। পরে নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে নাটোর স্টেশন ছেড়ে যায়। এসময় ট্রেনের যাত্রিদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।

এ ব্যাপারে নাটোর স্টেশনের সহকারি স্টেশন মাস্টার কামরুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্থায়ী (টিএলআর) কর্মচারীরা রোববার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করায় ট্রেনের সিগন্যাল দেয়া সম্ভব হয়নি। এসময় তিতুমির ট্রেনটি আউটার সিগন্যালে পড়ে ছিল। 

পরে সিগন্যাল ছাড়াই (ওপিটি) ট্রেনটি নাটোর স্টেশন প্লাটফরমে ৯টা ১৮ মিনিটে প্রবেশ করানো হয় এবং চার মিনিট বিরতি দিয়ে ৯টা ২২ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটি নাটোর স্টেশনে প্রবেশের নির্ধারিত সময় ছিল সকাল ৭টা ৪৭ মিনিট। 

ধর্মঘটি শ্রমিকদের কর্মসূচি পালনের কারণে চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় দুই ঘন্টা আউটার সিগন্যালে আটকে ছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে একজন স্থায়ী কর্মচারী দিয়ে কাজ করতে হচ্ছে বলে জানান সহকারি স্টেশন মাস্টার কামরুন নাহার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি