ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ট্রাকের চাপায় ভারতীয় ট্রাক চালক নিহত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৫, ১৬ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বেনাপোল বন্দরে রফতানি পণ্যবাহী একটি ট্রাকের চাপায় শ্যাম সুন্দর (৫৭) নামে ভারতীয় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা করেছে অভিযুক্ত বাংলাদেশি ট্রাক চালককে।

রোববার ভোর সাড়ে ৬টার বেনাপোলের বন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্যাম সুন্দর ভারতের উত্তর প্রদেশের মথুরা উমরালা কোসি কালান এলাকার তেজিরাম সুন্দরের ছেলে। 

গ্রেপ্তারকৃত ট্রাক চালক শিলন হোসেন (৩৫) চুয়াডাঙ্গা জেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর সাড়ে ৬টার দিকে ভারত থেকে বেনাপোল বন্দরে আমদানি পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক শ্যাম সুন্দর বন্দরের সামনে ট্রাকটি (আর-জে ৫২ গ-৩৪৮৩) রেখে সড়কের পাশে চা খেতে যাচ্ছিলেন। এ সময় রফতানি পণ্যবাহী একটি দ্রুতগামী বাংলাদেশি ট্রাক (কুষ্টিয়া ট-১১-১০৭৪) তাকে চাপা দিলে ঘটনাস্থলে ভারতীয় ট্রাক চালক শ্যাম সুন্দর মারা যান। 

এসময়ে বাংলাদেশি ট্রাক চালককে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। 

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে ওসি জানান।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি