ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জায়গা পাওয়ার জন্য আগেভাগেই চলে এসেছেন লালনভক্তরা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ১৬ অক্টোবর ২০২২

বাউল সম্রাট ফকির লালন সাঁইর ১৩২তম তিরোধান দিবস ১৭ অক্টোবর। করোনার কারণে দুই বছর উৎসব বন্ধ থাকলেও এবারই বড় পরিসরে আয়োজন চলছে কুষ্টিয়ায়। এরইমধ্যে মাজারে আসতে শুরু করেছেন লালনভক্তরা। নাশকতা ঠেকাতে মাজারের আশেপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।

এই জগতে মানুষকে জানলে সোনার মানুষ হওয়া যায়। ফকির লালন মনে-প্রাণে বিশ্বাস করতেন, পৃথিবীর মানব সন্তানের ভেতরে অধরা মনের মানুষ বাস করে, সত্যমনে সাধনে তাকে লাভ করতে হবে।

আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক লালন শাহ মৃত্যুর ১৩২ বছর পর আজও বেঁচে আছেন তাঁর গানে, অসম্প্রদায়িক চেতনায়।

১৭ অক্টোবর বাউল ফকির লালন সাঁইর তিরোধান দিবসকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়া মরাকালি নদীর পাড় এখন উৎসবমুখর। পহেলা কার্তিক শুরু হবে তিন দিনের উৎসব। 

করোনার কারণে গেল দুই বছর উৎসব এক প্রকার বন্ধই ছিল। তবে এবার আয়োজন হচ্ছে বড় পরিসরে। জায়গা পাওয়ার জন্য আগেভাগেই চলে এসেছেন লালনভক্তরা। 

বাউল ফকিররা জানান, “প্রত্যেক বারই এই জায়গাটাতে আমরা বসি, তাই আগেভাগেই চলে এসেছি।” 

এবার ভক্ত অনুরাগীদের ভিড় বাড়বে এমনটি ধরে নিয়ে আয়োজকরাও প্রস্তুতি নিয়েছেন। মাজারের চারপাশে নতুন রংয়ের আঁচড় পড়ছে। সাজানো হচ্ছে সব কিছু। 

লালন একাডেমীর এডহক কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, “সাধুর দরবারে খাবার নিবে। তাদের সকলের সামনে খাবার পরিবেশনের জন্য আমাদের আয়োজন আছে।”

লালন উৎসব ঘিরে যে কোন ধরনের নাশকতা রুখতে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম বলেন, “নির্বিঘ্নে এবং নিরাপদে এবার লালন উৎসবে মন ভরে আত্মা ভরে অংশ নিতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আলোচনা অনুষ্ঠান ছাড়াও লালন সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রতিথযশা শিল্পীরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি