ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মেঘনা নদী থেকে দেড় লাখ মিটার জাল জব্দ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০২, ১৬ অক্টোবর ২০২২

ইলিশের প্রদান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মেঘনা নদীতে ইলিশ মাছ শিকারের জন্য পাতানো অবস্থায় দেড় লাখ মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

গতকাল শনিবার বিকেলে থেকে রাত পর্যন্ত চরএলাহি-মুছাপুর ইউনিয়ন ও উড়িরচর এলাকার মেঘনা নদীতে এ অভিযান পরিচালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া।

অভিযানে অংশগ্রহণ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, কোস্টগার্ড ও কোম্পানীগঞ্জ থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকজন জেলে জাল ফেলেছে এমন সংবাদের ভিত্তিতে চরএলাহি-মুছাপুর ও উড়িরচর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মেঘনা নদী থেকে দেড় লাখ মিটার জাল জব্দ করা হয়। রাতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশের বংশ বৃদ্ধিতে সহায়তার লক্ষে সরকার ঘোষণা অনুযায়ি গত ৭ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামি ২৮ অক্টোবর পর্যন্ত।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি