ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

আগুনে পুড়লো ঘর, দগ্ধ হয়ে দাদী-নাতনির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৮, ১৭ অক্টোবর ২০২২ | আপডেট: ০৮:৫২, ১৭ অক্টোবর ২০২২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়ায় আগুন লেগে পুড়ে গেল বসতঘর। এ সময়ে দগ্ধ হয়ে শিশুসহ একই পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে।

রোববার রাত ৯টার দিকে আয়নাল মোল্লার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোল্লার পাড়ার ঠান্ডু মোল্লার নাতনি তাসমিয়া (৮) ও তার মা বরু বেগম (৯০)।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী জানায়, বৈদ্যুতিক সট-সার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত। আগুনে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেই আগুন মুহূর্তে ঘরে ছড়িয়ে পড়লে দগ্ধ হয়ে মারা যান বৃদ্ধা বরু বেগম ও তার নাতি রমজানের মেয়ে তাসমিয়া।

এছাড়া আগুনে দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি