ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৩, ১৭ অক্টোবর ২০২২

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সোমবার সকাল ৯টা থেকে জেলা কক্সবাজার সদর, টেকনাফ, উখিয়া, রামু, ঈদগাহ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় মোট ৯টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ শুরু হয়।  
 
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে জেলার ৭১ ইউনিয়ন, চার পৌরসভা ও ৮ উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের পুরুষ ভোটার ৭৫৯ জন ও নারী ভোটার ২৩৫ জনসহ মোট ভোটার ৯৯৪ জন। 

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ছাড়াও ৯টি সাধারণ ওয়ার্ডের নয়জন সদস্য এবং সংরক্ষিত ৩টি নারী আসনে তিনজন সদস্য নির্বাচিত হবেন। 

চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহম্মদ চৌধুরী (মোটরসাইকেল), নুরুল আবছার (তালগাছ), স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীনুল হক মার্শাল (আনারস) ও মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদীশ বড়ুয়া (প্রজাপতি) প্রতীকে লড়ছেন।

ইতোমধ্যে ৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী না থাকায় সদস্য পদে মো. আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্যের অপর ৮টির জন্য ৫১ জন এবং তিনটি নারী সদস্য পদে ১১ জন প্রার্থী লড়ছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি