মেহেরপুর জেলা পরিষদে বিজয়ী আ’লীগ প্রার্থী আব্দুস সালাম
প্রকাশিত : ১৫:৪২, ১৭ অক্টোবর ২০২২ | আপডেট: ১৫:৪৩, ১৭ অক্টোবর ২০২২
মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম বিজয়ী হয়েছেন।
শন্তিপূর্ণ নির্বাচনে ২৯৩ জন ভোটের মধ্যে ২৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সালাম ১৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) আলহাজ গোলাম রসুল পেয়েছেন ১১৫ ভোট।
সদস্য নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলায় মিজানুর রহমান মিজান,মেহেরপুর সদরে ইমতিয়াজ হোসেন বিশ্বাস মিরন, মুজিবনগরে আজিমুল বারী মুকুল ও সংরক্ষিত (মেহেরপুর-মুজিবনগর) সদস্য নির্বাচিত হয়েছেন শামিম আরা হিরা।
এছাড়া বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ওয়ার্ডে সাহানা ইসলাম শান্তনা।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে জেলার তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিনটি কেন্দ্রেই সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। সিসিটিভির মাধ্যমে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসাররা সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ করেন।
এএইচ
আরও পড়ুন