ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান হলেন আ.লীগের বিদ্রোহী মার্শাল 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪২, ১৭ অক্টোবর ২০২২ | আপডেট: ১৮:৪৪, ১৭ অক্টোবর ২০২২

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ- সভাপতি শাহীনুল হক মার্শাল। আনারস প্রতীকে তিনি ৫৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী (মোটর সাইকেল) পেয়েছেন ৩৯৫ ভোট। অপর ২ প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সদস্য ও কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার (তালগাছ) পেয়েছেন ১ ভোট এবং মঙ্গল পার্টির নেতা জগদীশ বড়ুয়া (প্রজাপতি) পেয়েছেন ৯ ভোট।

সোমবার সকাল ৯টা থেকে ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট শুরু হয়। সোমবার দুপুর ২টা পর্যন্ত ৯৯৪ জন ভোটারের মধ্যে ৯৮৮ জন তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে চেয়ারম্যান পদের ৫টি ভোট বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, সংরক্ষিত নারী সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (টেকনাফ, উখিয়া ও রামু উপজেলা) আশরাফ জাহান কাজল (দোয়াত কলম), ২ নম্বর ওয়ার্ডে (কক্সবাজার, ঈদগাঁও ও মহেশখালী উপজেলা) হুমায়রা বেগম (হরিণ), ৩ নম্বর ওয়ার্ডে  (চকরিয়া, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা) তানিয়া আফরিন (দোয়াত কলম) বেসরকাররি ফলাফলে এগিয়ে রয়েছেন।

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে (টেকনাফ উপজেলা) জাফর আহমদ (তালা), ২ নম্বর ওয়ার্ডে (উখিয় উপজেলা) হুমায়ন কবির চৌধুরী (তালা), ৩ নম্বর ওয়ার্ডে (কক্সবাজার সদর উপজেলা) মাহমুদুল করিম (হাতি), ৪ নম্বর ওয়ার্ডে (রামু উপজেলা) ফরিদুল আলম (হাতি), ৬ নম্বর ওয়ার্ডে (চকরিয়া উপজেলা) মোঃ আবু তৈয়ুব (টিউবওয়েল), ৭ নম্বর ওয়ার্ডে (পেকুয়া উপজেলা) মোহাম্মদ শওকত হোসেন (তালা), ৮ নম্বর ওয়ার্ডে (মহেশখারী উপজেলা) শহীদুল ইসলাম মুন্না (হাতি), ৯ নম্বর ওয়ার্ডে (কুতুবদিয়া উপজেলা) নুরুল ইসলাম (টিউবওয়েল) বেসরকাররি
ফলাফলে এগিয়ে রয়েছেন।

এর আগে ১০ নম্বর ওয়ার্ডে (ঈদগাঁও উপজেলা) বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন আরিফুল ইসলাম।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি