ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

কাপ্তাই দখলদারদের তালিকা ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ১৭ অক্টোবর ২০২২ | আপডেট: ১৯:৫৩, ১৭ অক্টোবর ২০২২

চট্টগ্রামের কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা ৩০ দিনের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে কাপ্তাই লেকে মাটি ভরাট, দখল এবং  বাঁধ বা অবকাঠামো স্থাপনা যেন আর নির্মাণ না হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে রাঙামাটির জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিবাদীদের  প্রতিবেদন জমা দিতে হবে।

জনস্বার্থে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ সংগঠনের দায়ের করা মামলায় বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো.  সোহরাওয়ার্দীর বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আইনজীবী জানান, কাপ্তাই লেকের নির্দিষ্ট সীমারেখা আছে। কিন্তু প্রভাবশালীরা ধীরে ধীরে সীমানা দখল করে ফেলেছেন। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি