ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জে  আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিতে পথচারী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ১৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

মুন্সীগঞ্জ সদর উপজেলার বকুলতলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন পথচারী বৃদ্ধ মনির হোসেন মোল্লা। আহত হয়েছেন আরও ১০ জন।

স্থানীয়রা জানান, আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে জেলা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় চলে গোলাগুলি। এতে মনির হোসেন মোল্লাসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে নিয়ে যান মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মনির স্থানীয় বকুলতলা এলাকার মোতালেব মোল্লার ছেলে।

সোমবার বিকালে শোলারচর এলাকায় সংঘর্ষে জড়িয়ে পরে দু’পক্ষ। সংঘর্ষ ছড়িয়ে পরে পাশের বকুলতলা এলাকায়ও। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুই পক্ষ। এসময় উভয় গ্রুপের লোকজন গুলি চালালে পথচারী মনির হোসেন মোল্লাসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধ  হন। 

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। একজনের চোখে গুলির আঘাত লেগেছে। তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ও অপর আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি