চাচাকে কুপিয়ে হত্যা, ভাতিজাসহ আটক ২
প্রকাশিত : ১১:০২, ১৮ অক্টোবর ২০২২
পটুয়াখালীর কলাপাড়ায় আপন ভাতিজার বিরুদ্ধে চাচা আলাউদ্দিন (৪৬)কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নজরুল ইসলাম নান্নুসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ আলাউদ্দিনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। এছাড়া রাতেই অভিযুক্ত ভাতিজা নজরুল ইসলাম নান্নু ও তার ছেলে রিফাতকে আটক করে।
লাশ উদ্ধারের পরপরই নিহতের স্ত্রী সেফালী বেগম কলাপাড়া থানায় আটককৃত দুজনসহ অজ্ঞাত ৬ জনের নামে হত্যার অভিযোগ দায়ের করেন।
স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে উপজেলার বাবলাতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন আলাউদ্দিন। এসময় দক্ষিণ বালিয়াতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
দীর্ঘদিন ধরে ভাতিজার সঙ্গে তাদের বাড়ির অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিরোধ থাকায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি স্বজনদের।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এএইচ
আরও পড়ুন