ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

গাজীপুরে গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ১৮ অক্টোবর ২০২২

গাজীপুরে সিএনজি স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। তার নাম মো. আল-আমিন (৩০)। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ জন।

মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন। তিনি জানান, আল আমিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।

গত ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে গ্যাসের জন্য যায় একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান। সিলিন্ডারে গ্যাস ভরা শুরু করার কয়েক মিনিটের মধ্যেই একটি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। এ সময় কাভার্ডভ্যানের পাশে থাকা চালক ও দুই সহকারীসহ পাঁচজন দগ্ধ হন। দগ্ধদেরকে ওইদিন রাতে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ঘটনার পরদিন শুক্রবার সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিঠু (২৬) নামে একজন। এর পর সোমবার মারা যান মো. পারভেজ (৩১) নামে আরও একজন।

হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন আনোয়ার (৩০) ও সিরাজুল ইসলাম (২৮) নামে দুই জন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি