কুয়াকাটায় ব্যতিক্রমী উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত
প্রকাশিত : ১৪:৪৪, ১৮ অক্টোবর ২০২২
বর্ণিল আলোক সজ্জায় গত দুই দিন পটুয়াখালী-কুয়াকাটা সড়কে খাপড়াভাঙ্গা নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতু সুসজ্জিতকরণ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে কুয়াকাটায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পটুয়াখালী সড়ক ও জনপদের উদ্যোগে রোববার থেকে মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরের খাপড়াভাঙ্গা নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুটি ফেস্টুন, বর্ণিল আলোক সজ্জায় সাজানো হয়।
এই সেতুতে দাঁড়িয়ে সূর্যাস্তের মনরম দৃশ্য অবলোকন বেশি আকৃষ্ট করেছে সর্বস্তরের মানুষকে।
এছাড়া আজ মঙ্গলবার দুপুরে সাগরকন্যা কুয়াকাটা পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু, শেখ রাসেল ও তাঁর পরিবারের এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অর্জিত খ্যাতি সম্পর্কিত বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
এএইচ
আরও পড়ুন