ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে বিপন্ন প্রজাতির দুটি অজগর উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৬, ১৮ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

বিপন্ন প্রজাতির দুটি অজগরসহ একজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ। 

সোমবার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহদের নেতৃত্বে একটি অভিযানিক দল মহানগর সদর থানা রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে অজগর দুটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মোহন মিয়া (২৭) গাজীপুর জেলার পূবাইল থানার খোরাইদ এলাকার  বালা মিয়ার ছেলে।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গাজীপুর এলাকা থেকে বিরল প্রজাতির দুটি অজগর সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে। 

উদ্ধারকৃত অজগর দুটি বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার মোঃ আলমগীর হোসেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি