ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল শুরু

একুশে টেলিভিশন ডেস্ক

প্রকাশিত : ০৯:০৬, ১৯ অক্টোবর ২০২২ | আপডেট: ০৯:০৯, ১৯ অক্টোবর ২০২২

প্রায় আট ঘণ্টা পর রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৯ অক্টোবর) সকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের হিজলতলীতে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হলে হিজলতলী এলাকায় বগি লাইনচ্যুত হয়। এ কারণে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি