ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

উখিয়া ক্যাম্পে গুলিতে এক রোহিঙ্গা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ১৯ অক্টোবর ২০২২

কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্পে এক রোহিঙ্গাকে গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত আটটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত সৈয়দ হোছাইন ১৯ নাম্বার ক্যাম্পের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি বলেন, একটি চায়ের দোকানের সামনে ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত সৈয়দ হোছাইনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং গুলি চালায়। 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এর আগে ১৫ অক্টোবর রাতে দুইজন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি