সিরাজগঞ্জে আ’লীগ নেতাকে গলা কেটে হত্যা
প্রকাশিত : ১৩:১৩, ১৯ অক্টোবর ২০২২ | আপডেট: ১৩:১৫, ১৯ অক্টোবর ২০২২
সিরাজগঞ্জের সলঙ্গায় নাটোরের আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ অক্টোবর) ভোরে সলঙ্গা থানার পাটধারী এলাকা থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে মামলা কার্য্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত ফরিদুল ইসলাম নাটোরের সিংড়া উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দ ছেলে। তিনি সুকাশ ইউনিয়নের ১ নম্বর ইউপি সদস্য ও ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দীর্ঘদিন থেকে সিংড়া উপজেলার বামিহাল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত চলে আসছিল। সেখানে এক গ্রুপের নেতৃত্ব দিতেন ইউপি সদস্য ফরিদুল ইসলাম। প্রায় দুই দশকের বেশি সময় ধরে দুপক্ষের সংঘর্ষে মোট ১২ জনের মত্যু হয়েছে।
তিনি আরও জানান,সম্প্রতি দু’পক্ষের সংঘর্ষে দুজন নিহত হওয়ার পর বামিহাল গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ে। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন ফরিদুল ইসলাম। সম্প্রতি সিংড়ার বামিহালে ডাবল মার্ডারের আসামি ছিলেন তিনি।
এএইচ
আরও পড়ুন