ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সাজেকে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ১৯ অক্টোবর ২০২২

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক পর্যটক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত পর্যটকের নাম মো. সাগর আহম্মদ (৩২)।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, বুধবার সকালে চাঁদের গাড়িতে করে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ি ফিরছিলেন। পরে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়ির ছাদে থাকা পর্যটক সাগর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। একই সঙ্গে আরও পাঁচজন আহত হয়েছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, বুধবার সকালে খবর পেয়েছি সাজেক থেকে ফেরার পথে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেছে। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি