ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪

পদ্মায় অভিযান চালিয়ে ২ কোটি মিটার জাল জব্দ, আটক ১০

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৩, ১৯ অক্টোবর ২০২২ | আপডেট: ১৮:৩৭, ১৯ অক্টোবর ২০২২

ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। সেই সঙ্গে ১ মণ ইলিশ মাছসহ ১০ জেলেকে আটক করা হয়। 

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকা অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

পরে জব্দকৃত কারেন্ট আগুনে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দকৃত ১ মণ ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা বিতরণ করা হয়েছে। আটককৃতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নৌ পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের সহকারি পুলিশ সুপার আবু মো. দিলওয়োর হাসান ইনাম, কুতুবপুর নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মোমিনুর, এস আই মো. জহিরুল ইসলামসহ নৌ পুলিশের ৩০ জনের একটি দল।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি