বিশ্ব হাত ধোয়া দিবসে নোয়াখালীতে র্যালি
প্রকাশিত : ২২:৫৯, ১৯ অক্টোবর ২০২২ | আপডেট: ২৩:০০, ১৯ অক্টোবর ২০২২
‘বর্জ্যের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন, হাতের পরিচ্ছনতায় এসো সবে এক হই’ এ স্লোগানে নোয়াখালীতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস-অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নোয়াখালীর আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী অনুপম দে’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমিন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জেবিন, জনস্বাস্থ্যের সদর ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার মেহেরাব হোসাইন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
কেআই//
আরও পড়ুন