ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ক্রেন উল্টে রেললাইনে, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪২, ২০ অক্টোবর ২০২২

গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর রেলস্টেশনে লাইনের স্লিপার আনলোড করার সময় রেললাইনে ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় শ্রীপুর ও কাওরাইদ রেল স্টেশনে আটকা পড়েছে কয়েকটি ট্রেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

 তিনি জানান, শ্রীপুরের সাতখামাইর রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত ক্রেনটি হঠাৎই উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুতই ক্রেনটি উদ্ধার  করে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

এই ঘটনায় শ্রীপুর ও কাওরাইদ রেল স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি