ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আখাউড়ায় বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০২, ২০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া বিওপির সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

এর আগে বিএসএফ গোকুলনগর সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি রাজেস সিং কনওয়ারের নেতৃত্বে ভারতের সাত সদস্যের দলকে নো-ম্যানসল্যান্ডে স্বাগত জানানো হয়। 

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. মারুফুল আবেদীন। 

সভায় দু’দেশের সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, নিয়মিত যোগাযোগ রক্ষা, অবৈধভাবে সীমান্ত পারাপার ও শূণ্যরেখা অতিক্রম নিয়ে আলোচনা হয়। 

সভায় মাদক নিয়ে জিরো টলারেন্স নীতির সমর্থনে জোরালো আহ্বান জানানো হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি