ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ (ভিডিও)

সমর ইসলাম

প্রকাশিত : ১২:১৯, ২১ অক্টোবর ২০২২

রাজধানীসহ বিভিন্ন জেলায় আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এ বছর সারাদেশে মারা গেছে ১১০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় সাড়ে ৩ হাজার।  চিকিৎসকরা বলছেন, বিভিন্ন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্যবারের চেয়ে বেশি।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চালু করা হয়েছে ৫০ শয্যার ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ড। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৪৯ জন। সেবা নিশ্চিতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৩৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯৬ জন এবং মারা গেছেন একজন।

খুলনায়ও বাড়ছে আক্রান্তের সংখ্যা। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩৭ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১২৮ জন।

পাবনায় প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী। এখন পর্যন্ত জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৬ জন। এদের বেশিরভাগই রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মচারী ও ঢাকা ফেরত। আছে চাটমোহর, সাঁথিয়া ও আটঘরিয়া অঞ্চলের রোগীও।

গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫ জন। বরিশাল বিভাগের ৮টি হাসপাতালে একদিনেই ভর্তি হয়েছেন ৪২জন। জামালপুরে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১০ জনই ঢাকা থেকে যাওয়া।

এমএম/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি