ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিজিবি দেখে ড্রেনে অস্ত্র ফেলে পালিয়ে গেল পাচারকারী

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩০, ২২ অক্টোবর ২০২২

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদীপুর ব্রিজের পাশে একটি ড্রেন থেকে ২টি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২২ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে এ অস্ত্রের চালানটি উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমান জানান, গোপন খবরে জানতে পারি ভারত থেকে অস্ত্রের একটি চালান এনে সাদিপুর ব্রিজের উপর অবস্থান করছে। এমন সংবাদে আইসিপি ক্যাম্পের একটি টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ড্রেনে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। 

ব্যাগটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ২টি দেশীয় পিস্তল ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।  এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি