বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশিত : ১৩:১৬, ২২ অক্টোবর ২০২২

রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন বিল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার বিলের বেরিবাঁধের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে তাৎক্ষনিকভাবে তার পরিচয় জানা যায়নি।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ ফেলে গেছে। লাশের পরনে গ্যাভাডিনের ফুল প্যান্ট, গেঙ্গি ও ফুল শার্ট ছিল। তার পরিচয় শনাক্ত করতে আশপাশের থানাগুলোতে ছবিসহ বার্তা পাঠানো হয়েছে।’
ওসি বলেন, ‘লাশটি বেরিবাঁধের নিচে বিলের পানিতে ছিল। আলামত সংগ্রহের জন্য সিআইডির টিমকে ডাকা হয়েছিল। আলামত সংগ্রহের পর লাশের ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।’
এএইচ
আরও পড়ুন