নিরাপদ সড়ক দিবসে বাগেরহাটে র্যালী-আলোচনা সভা
প্রকাশিত : ১৫:৩৩, ২২ অক্টোবর ২০২২
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন ট্রাফিক মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে র্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহিনুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সড়ক বিভাগ বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মণ্ডল, বিআরটিএর সহকারী পরিচালক মইনুল ইসলাম, নিরাপদ সড়ক চাই, বাগেরহাটের সহসভাপতি মুখার্ঝী রবীন্দ্রনাথ, দপ্তর সম্পাদক মাসুদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনা মহামারির আকার নিয়েছে। প্রতিদিন সড়কে তাজা প্রাণ যাচ্ছে। প্রতিনিয়ত কেউ না কেউ আপনজনকে হারাচ্ছেন। এই মৃত্যুর মিছিল এখনই বন্ধ করতে হবে। এজন্য সকলকে সচতেন হওয়ার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই, বাগেরহাটের পক্ষ থেকে দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কিত বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে গাড়ি চালক, প্রশিক্ষক, জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সদস্য, গাড়ি চালক-চালকের সহযোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এএইচ
আরও পড়ুন