ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালীতে নারী অধিকার সম্মেলন অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫১, ২২ অক্টোবর ২০২২

স্থানীয় সরকারে নারীদের সক্রিয় অধিকার নিশ্চিত করতে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে নারী অধিকার সম্মেলন। এনআইএলজির ব্যবস্থাপনায় এ সম্মেলনের আয়োজন করে পটুয়াখালী জেলা প্রশাসন।

শনিবার সকাল  সাড়ে ১১ টায় জেলা প্রশাসক দরবার হলে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সম্মেলনে জেলার ৮ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন পৌরসভার মহিলা কাউন্সিলর ও শতাধিক মহিলা ইউপি সদস্য অংশগ্রহণ করেন। 

সম্মলনে বক্তব্য রাখেন পটুয়াখালী  প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স,

সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, কলাপাড়া পৌর কাউন্সিলর উম্মে তামিমা বিথি।

সম্মেলনে তৃনমূলে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নারী বান্ধব প্রকল্প গ্রহণ, বাল্য বিয়ে রোধসহ সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি