ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিম্নচাপের প্রভাবে কুয়াকাটায় বৃষ্টি, বন্দরে সতর্ক সংকেত

কুয়াকাটা ও কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪২, ২৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

রোববার সকাল থেকে উপকূলের বেশিরভাগ এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। 

নিম্নচাপটি রোববার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

এদিকে, গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সমুদ্রে মাছ শিকার নিষিদ্ধ থাকায় সাগরে কোন মাছধরা ট্রলার নেই বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি