ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

নদীতে অভিযান, জেলেদের হামলায় আহত ৭ পুলিশ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ২৩ অক্টোবর ২০২২ | আপডেট: ১৩:৪৩, ২৩ অক্টোবর ২০২২

ঢাকার দোহারের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালে নৌ-পুলিশের উপরে জেলেদের হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দোহারের কুতুবপুর নৌ-পুলিশে ইনচার্জসহ আহত হয়েছেন ৭ পুলিশ সদস্য। 

রোববার সকালে এ হামলার ঘটনা ঘটে।

কুতুবপুর নৌ-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত থেকে দোহারের পদ্মা নদীতে অভিযান চালায় তারা। রোববার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে উপজেলার নারিশা জোয়ার এলাকায় মাছ ধরার সময় জেলেদের ধাওয়া করে ঢাকা জেলা নৌ-পুলিশের এএসপি মো. হাসানের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল। 

জেলেদের সংঘবদ্ধ দল হঠাৎ নারিশা জোয়ার এলাকার নদীর পাড় থেকে অতর্কিত হামলায় চালায় নৌ-পুলিশের ওপর। পরে পুলিশ তাদের ধরতে এগিয়ে গেলে শ্রীনগরের বাঘড়া পয়েন্টে গিয়ে তাদের উপরে আরও চড়াও হয়ে হামলা করে জেলেরা। 

এসময় জেলেদের হামলায় দোহারের কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানসহ সাত পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পরে কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ মোমেনুর রহমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। এছাড়া আহত অন্যান্য পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে কুতুবপুর ফাঁড়িতে পাঠানো হয়।

খবর পেয়ে নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দোহার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বিষয়টি খুব দুঃখজনক মন্তব্য করলেও আনুষ্ঠানিকভাবে পরে বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি