ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পুত্রের ছুরিকাঘাতে প্রবাসী পিতা নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ২৩ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে টাকা চাওয়াকে কেন্দ্র করে পুত্রের ছুরিকাঘাতে পিতা নিহত হয়েছেন। 

রোববার সকালে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নেন দেওড়া পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. মগুল হোসেন (৫০) জেলার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পশ্চিম পাড়া এলাকায় গোলাম নবীর ছেলে। সে প্রবাসী ছিলেন।

ঘটনার পর ঘাতক পুত্র মো. মনির হোসেন (২৮) পলাতক রয়েছেন।

এ ব্যাপারে সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মগুল হোসেন দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলেন। গত মাস খানেক আগে সে দেশে আসেন। তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে মনির সবার বড়। মনির কোন কাজ না করে বেকার ঘুরাঘুরি করত। 

বেকার হওয়ায় বিভিন্ন দোকানে ও মানুষের কাছ থেকে অনেক ধারদেনা করে চলতেন। এ নিয়ে অনেক দিন ধরে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। পিতা দেশে ফিরলে তার কাছ থেকে টাকা নিয়েই চলতেন মনির। 

রোববার সকালে মনির তার পিতার কাছে আবার টাকা চান। পিতা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে পিতা-পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয়, এর এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে পিতাকে আঘাত করেন ঘাতক পুত্র মনির। 

পরে স্থানীয়রা মগুল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। ঘাতক ছেলেকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি