ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

নওগাঁয় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩২, ২৩ অক্টোবর ২০২২

নওগাঁর পত্নীতলায় একটি সেতুর উপরে পণ্যবাহী ট্রাক চাপায় ফরিদুল ইসলাম (৩৫) নামে এক অটোচার্জার ভ্যানের চালকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের শহীদ সিদ্দিক প্রতাপ সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদুল ইসলাম উপজেলা সদর নজিপুর পুরাতন বাজার এলাকার আইজার প্রামাণিকের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে ফরিদুল ইসলাম তার ভ্যান নিয়ে পাশ্ববর্তী সাপাহার উপজেলা থেকে নজিপুর সদরে আসছিলেন। পথে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের আত্রাই নদীর শহীদ সিদ্দিক প্রতাপ সেতুর উপর বিপরীত দিক থেকে আসা সাপাহারগামী একটি ট্রাক ভ্যানগাড়িতে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফরিদুল ইসলামের মৃত্যু হয়। 

এবিষয়ে পত্নীতলা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয় এবং ট্রাক চালককে আটক করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি