ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:২২, ২৩ অক্টোবর ২০২২

সাতক্ষীরার কলারোয়ায় নাসরিন খাতুন (২৬) নামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের দক্ষিণ দিগং গ্রামে। 

নিহত নাসরিন খাতুন ওই গ্রামের প্রবাসী মনিরুল দালালের স্ত্রী। 

কলারোয়া থানার এসআই ওসমান জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের চালের সঙ্গে ওড়না পেঁচিয়ে নাসরিন খাতুন আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আত্মহত্যার কিছু আলামত উদ্ধার করা হয়েছে। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, এলাকাবাসীর দেয়া তথ্য অনুযায়ী পুলিশ ওই গ্রামে উপস্থিত হয়ে প্রবাসীর স্ত্রীর নাসরিন খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়। এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি