ভোলায় প্রবল বৃষ্টি ও ঝড়ো বাতাস, লঞ্চ-ফেরি বন্ধ
প্রকাশিত : ০৯:০৭, ২৪ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকেই জেলা জুড়ে মুষলধারে বৃষ্টি সহ ঝড়ো বাতাসে বইছে। সাগর উত্তাল রয়েছে।
সোমবার সকাল থেকেই ভোলার সকল রুটের লঞ্চ চলাচল ও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে।
ভোলার আবহাওয়া অফিস জানায়, উপকূলীয় জেলা ভোলাকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় ভোলায় ২৬ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে। ঘন্টায় ২৮ মিলিমিটার বেগে বাতাস বইছে।
ঘূর্ণিঝড় মোকাবেলায় কোস্টগার্ডের ভোলা জেলায় ৬টি টিম কাজ করছে। তারা স্থানীদের সর্তক করে মাইকিং করছে।
এদিকে, ঘূর্ণিঝড় মোকাবেলায় রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, ঘুর্ণিঝড় সিত্রাং মোবাকেলায় জেলার ৭৪৬টি আশ্রয় কেন্দ্র ও এক হাজার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করতে নির্দেশ দেয়া হয়েছে। জেলার সাত উপজেলায় খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। ১৩ হাজার ৬০০জন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
জেলার ৭০টি ইউনিয়ন ও সাতটি উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে আনার প্রস্তুতি নেয়া হয়েছে।
দুর্যোগকালিন সময়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া মানুষদের জন্য শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করা হচ্ছে।
এএইচ
আরও পড়ুন