ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইয়াবা মামলা তদন্তে গিয়ে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল পেল পুলিশ 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৮, ২৫ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের  নান্দন কড্ডা খোয়ার পাড়া  এলাকায় ২৭শ' পিস ইয়াবা উদ্ধার মামলার তদন্ত করতে গিয়ে  ২ বছর আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে আলম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার  বিষয়টি নিশ্চিত করেছেন উপকমিশনার (অপরাধ)আবু তোরাব মোহাম্মদ সামসুর রহমান । 

নিহত মো. মিনারুল  জামালপুরের বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের  বাসিন্দা । সে পরিবার নিয়ে কোনাবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ কর্মকর্তা আবু তোরাব মোহাম্মদ সামছুর রহমান বলেন, গত ২২ অক্টোবর ২৭শ' পিস ইয়াবাসহ ৯টি মাদক মামলার আসামি মো. আলমকে কড্ডা খোয়ার পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  

পরে মাদক বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তার আলম জানায়,  ২০২০ সালের ৩০ ডিসেম্বর রাত আটটার দিকে নান্দন কড্ডার মোল্লাবাড়ির স্থানীয় হালিমের বাড়ির ভাড়া করা রুমে নিহত মিনারুলের সঙ্গে মাদক ব্যবসার টাকা ভাগাভাগি ও পূর্বের একটা হত্যা মামলা তুলে নিতে চাপ দিলে হাতাহাতি ও কাথা কাটাকাটি হয়। 

এক পর্যায়ে আলমসহ ৪-৫ জন  লোহার রড দিয়ে উপর্যুপরি আঘাত করলে মিনারুল ঘটনাস্থলে মারা যান। পরে মৃতদেহ বাড়ি থেকে একটু সামনে মাটি চাপা দিয়ে পুতে ফেলা হয়। 

এ ঘটনায়  মিনারুলের  স্ত্রী  ২০২১ সালের ৯ জানুয়ারি কোনাবাড়ি থানায় নিখোঁজ জিডি  এবং  র‌্যাবের কাছে অভিযোগ করেন।

সোমবার বিকালে আলমের  দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে নান্দন কড্ডার মোল্লাবাড়ির পাশ থেকে মিনারুলের দেহাবশেষ উদ্ধার করা করা হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি